অবোধ’ কোন সমাস (নাই বোধ যায়)?
- অব্যয়ীভাব
- তৎপুরুষ
- কর্মধারয়
- বহুব্রীহি
Answer: বহুব্রীহি
Explanation: ‘অবোধ’ বহুব্রীহি সমাস (নাই বোধ যায়)।
যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানের ‘বহু’ কিংবা ‘ধান’ কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে।
বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।