অর্ধচন্দ্র’ – অর্থ কী?
- আদর করা
- শাসন করা
- গলা ধাক্কা দেওয়া
- আমাবস্যা
Answer: গলা ধাক্কা দেওয়া
Explanation: অরণ্যে রোদন (নিষ্ফল আবেদন) – কৃপণের কাছ ধন চাওয়া আর অরণ্যে রোদন করা সমান কথা। অর্ধচন্দ্র দেওয়া (গলা ধাক্কা দেওয়া) – লোকটি চাঁদা চাইতে এসেছিল কিন্তু তাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করা হলো। অহিনকুল – সম্বন্ধ (চির – শত্রু, ভীষণ বৈরীভাব) – তারেক সাহের এবং সাদেক সাহেব পাশাপাশি বাড়িতে বাস করেন কিন্তু তাদের মধ্যে অহিনকুল – সম্বন্ধ।