আখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে ।’ -কবিতার পরের কোন লাইনটি সঠিক ?
- এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা,
- পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
- দাদী যে তোমার কত খুশি হত দেখিতিস যদি চেয়ে ।
- আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় ,
Answer: এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ
Explanation: “কবর” কবিতাটি বাংলা সাহিত্যে জসীমউদ্দিনের এক অবিস্মরণীয় অবদান। ১ জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে কবির জন্ম। কবি যে ঘরে থাকতেন সে বাড়ির সামনে সিঁড়ি, সিঁড়ির দু’দিকে লেবু গাছ, মাঝখানে ডালিম গাছ। এই জায়গাটিই তাঁর কবিতার সৃষ্টির উৎসভূমি। প্রশ্নে উল্লেখিতকবিতার পরের লাইন –
“এই খানে তোর দাদির কবর ডালিম – গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। “