আবু গারীব বলতে কি বোঝায়?

আবু গারীব বলতে কি বোঝায়?

  1. একজন বিখ্যাত দার্শনিক
  2. একটি জাদুঘর
  3. একটি জেলখানা
  4. একজন বৈজ্ঞানিক

Answer: একটি জেলখানা

Explanation: আবু গারিব হলো ইরাকের একটি বিখ্যাত জেলখানা।
ইরাকের আবু গারিব শহরে অবস্থিত আবু গারিব কারাগারটি সাদ্দাম হুসাইনের আমলে পৃথিবীর অন্যতম কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত ছিল।
বাগদাদ শহর থেকে ২০ মাইল পশ্চিমে ২৮০ একর জমির ওপর তৈরি করা হয়েছিল এই কারাগারটি।
সাদ্দাম হুসাইনের সময় সেখানে প্রায় পঞ্চাশ হাজারের মতো বন্দী আটক ছিল। আটককৃত বন্দীদের ওপর অমানবিক নির্যাতন চালানোর জন্য কুখ্যাতি ছিল কারাগারটির।
২০০৩ সালে সাদ্দাম সরকারের পতনের পর জনগণ কারাগারটির সবকিছু লুট করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *