আরাকানে কখন সমৃদ্ধ সাহত্যে সৃষ্টি হয়েছিল?

আরাকানে কখন সমৃদ্ধ সাহত্যে সৃষ্টি হয়েছিল?

  1. যোড়শ শতাব্দী
  2. সপ্তদশ শতক
  3. পঞ্চদশ শতক
  4. অষ্টাদশ শতক

Answer: সপ্তদশ শতক

Explanation: আরাকানে সপ্তদশ শতকে সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল। এ সময় দৌলত কাজী রচনা করেন সতীময়না ও লোরচন্দ্রানী; মরদন রচনা করেন নসীরানামা; কোরেশী মাগনঠাকুর রচনা করেন চন্দ্রাবতী ; আলাওল রচনা করেন পদ্মাবর্তী সয়ফুলমুলুক বদিউজ্জামাল, সপ্তপয়কর, তোহˎফা প্রভৃতি বিখ্যাত কাব্যগ্রন্থ।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।