আরিফের একদিনের আয় বাবুর একদিনের আয়ের দ্বিগুণ। আরিফের আয় ১০০ টাকা কমে যায় এবং বাবুর আয় যদি ৫০ টাকা বেড়ে যায় তবে তাদের আয় সমান হবে। আরিফের একদিনের আয় কত?
- ২০০
- ২৫০
- ৩০০
- কোনোটিই নয়
Answer: ৩০০
Explanation: ধরি, আরিফ ও বাবুর একদিনের আয় যথাক্রমে ক ও খ টাকা।
তাহলে, ক = ২খ বা, খ = ক/২
আবার, ক – ১০০ = খ + ৫০
বা, ক – খ = ৫০ + ১০০
বা, ক – ক/২ = ১৫০
বা, ক/২ = ১৫০
বা, ক = ১৫০ x ২ = ৩০০ টাকা