আহসান হাবীব এর কাব্যগ্রন্থ কোনটি ?

আহসান হাবীব এর কাব্যগ্রন্থ কোনটি ?

  1. আশার বসতি
  2. ছায়াহরিণ
  3. সারাদুপুর
  4. দুই হাতে দুই আদিম পাথার

Answer: সবগুলোই

Explanation: আহসান হাবীব (২ জানুয়ারি ১৯১৭ – ১০ জুলাই ১৯৮৫) একজন খ্যাতিমান বাংলাদেশি কবি ও সাহিত্যিক। দীর্ঘ দিন দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক পদের দায়িত্ব পালন সূত্রে তিনি স্বাধীনতা – উত্তর বাংলাদেশের সাহিত্য অঙ্গনে অভিভাবকের ভূমিকা রেখেছেন। তিনি চল্লিশের দশকের অন্যতম প্রধান আধুনিক কবি হিসেবে পরিগণিত।
আশার বসতি, ছায়াহরিণ, সারাদুপুর, দুই হাতে দুই আদিম পাথার সবগুলো আহসান হাবীব এর কাব্যগ্রন্থ ।
কাব্যগ্রন্থ, বড়দের উপন্যাস, গল্প, প্রবন্ধ – নিবন্ধ, ছোটদের ছড়া ও কবিতার বই সব মিলিয়ে আহসান হাবীবের বইয়ের সংখ্যা ২৫টি।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।