ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর কোথায়?
- প্যারিস
- ভিয়োনা
- জেনেভা
- লিঁও
Answer: লিঁও
Explanation: ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা। Interpol নামকরণ করা হয়েছে International – এর inter এবং police – এর pol নিয়ে । ইন্টারপোল ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয় । এর সদর দপ্তর লিওঁ ,ফ্রান্স। ইন্টারপোলের প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল ভিয়েনা (অস্ট্রিয়া)।