ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘  ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘  ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ?

  1. মার্চেন্ট অব ভেনিস
  2. কমেডি অব এররস
  3. অ্যা মিডসামার নাইটস ড্রিম
  4. টেমিং অব দ্য শ্রু

Answer: কমেডি অব এররস

Explanation: ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র (১৫৬৪ – ১৬১৬ খ্রি.) রচিত নাটক কমেডি অফ এররস অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০ – ১৮৯১ খ্রি.) ‘ভ্রান্তিবিলাস’ রচনা করেন। ১৮৬৯ সালে তিনি শেক্সপিয়রের এ নাটকটির বঙ্গানুবাদ করেন।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।