উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য –

উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য –

  1. উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে
  2. অব্যয়ে
  3. নতুন শব্দ গঠনে
  4. ভিন্ন অর্থ প্রকাশে

Answer: উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে

Explanation: উপসর্গ : বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, এইগুলা অন্য শব্দের আগে বসে নতুন শব্দ সৃষ্টি করে। যেমন: কাজ থেকে অকাজ , চেনা থেকে অচেনা ইত্যাদি।
প্রত্যয় :শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতি এবং ক্রিয়াপ্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয়, তাকে প্রত্যয় বলে। যেমন: হাত + ল = হাতল, ফুল + এল = ফুলেল ইত্যাদি।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।