ঊনসত্তরের গণঅভ্যুখ্খানের আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাক বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র শহীদ হয়েছিলেন?
- শহীদ আসাদ
- শহীদ রফিক
- শহীদ শামসুজ্জোহা
- শহীদ জব্বার
Answer: শহীদ আসাদ
Explanation: ঊনসত্তরের গণঅভ্যুত্থানের আন্দোলনে আসাদুজ্জামান শহীদ হয়েছিলেন। উল্লেখ্য, ‘ডাকসু’ ও ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে পূর্ব পাকিস্তানের ব্যাপক গণ – আন্দোলন গড়ে উঠে। ডাকসু – এর আহ্বানে ১৪ জানুয়ারি সমগ্র পাকিস্তানে হরতাল পালিত হয়। ১৮ জনুয়ারি পুলিশি নির্যাতনের প্রতিবাদে ছাত্র সংগ্রাম পরিষদ ধর্মঘট পালন করে। ধর্মঘট চলাকালীন পুলিশের সাথে ছাত্রদের ব্যাপক সংঘর্ষ হয়। ২০ জানুয়ারি নির্যাতনের প্রতিবাদে ছাত্ররা পূর্ব পাকিস্তানে হরতাল পালন করে। হরতাল পালনকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্রনেতা আসাদুজ্জামান পুলিশের গুলিতে নিহত হন। আমাদের হত্যার প্রতিবাদে ২২, ২৩ ও ২৪ তারিখে ব্যাপক কর্মসূচি মোদিত হয়। ২৪ তারিখে সারা দেশে হলে সর্বস্তরের মানুষের ব্যাপক ঢল নামে। মানুষের অংশগ্রহণে আন্দোলন যেন গণ – অভ্যুত্থানে রূপ নেয়।