একক প্রতিযোগিতার জন্য ব্যবহৃত লন টেনিস কোর্টের মাপ কত?
- ৭৮ফুট * ২৮ ফুট
- ৭৫ ফুট *২৫ ফুট
- ৭৭ ফুট * ২৬ ফুট
- ৭৪ ফুট * ২৭ ফুট
Answer: ৭৮ফুট * ২৮ ফুট
Explanation: টেনিস কোর্ট দৈর্ঘ্যে ৭৮ ফুট এবং প্রস্থে ৩৯ ফুট হয়ে থাকে। তবে সিঙ্গেল কোর্ট প্রস্থে ২৮ ফুট হয়ে থাকে। চতুর্ভূজ আকৃতির কোর্টকে দুই ভাগে ভাগ করে মাঝে জাল টাঙানো হয় মাঝ খানে যার উচ্চতা ৩ ফুট। জালের দুই পাশে দু’টি করে চারটি সার্ভিস কোর্ট থাকে জাল থেকে যাদের দৈর্ঘ্য ২১ ফুট। লম্বায় দুই পাশে দুইটি নির্দিষ্ট মাপের ট্রাম লাইন থাকে।