একজন বিক্রেতা একটি কলম ২০০ টাকায় বিক্রি করলে ২০% লোকসান হয়। যদি সে ১০% লাভ করতে চায়, তবে কলমটি কত টাকায় বিক্রয় করতে হবে?
- ২৫০
- ২৭৫
- ৩০
- কোনোটিই নয়
Answer: ২৭৫
Explanation: ২০% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ – ২০ = ৮০) টাকা হলে ১০% লাভে বিক্রয়মূল্য (১০০ + ১০ = ১১০) টাকা
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য ২০০ টাকা হলে ১০% লাভে বিক্রয়মূল্য = ১১০ x ২০০ / ৮০ = ২৭৫ টাকা।