ওয়ারী বটেশ্বর কিসের জন্য প্রসিদ্ধ?
- মন্দির
- প্রত্নস্থান
- প্রাচীন বিহার
- মসজিদ
Answer: প্রত্নস্থান
Explanation: ওয়ারী বটেশ্বর কিসের জন্য প্রসিদ্ধ প্রত্নস্থান ।
ওয়ারী – বটেশ্বর বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থান । নরসিংদী বেলার উপজেলা থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত ওয়ারী এবং বটেশ্বর গ্রামে দুটি ছাপাঙ্কিত রোপ্যমুদ্রার প্রাপ্তিস্থান হিসেবে দীর্ঘদিন থেকে পরিচিত । ১৯৩৩ সালের ডিসেম্বরে ওয়ারী গ্রামের শ্রমিকরা মাটি খননকলে একটি পাত্রে সঞ্চিত মুদ্রাভান্ডার পায় । স্থানীয় স্কুল শিক্ষক মুহম্মদ হানিফ পাঠান সেখান থেকে ২০ – ৩০ টি ( বঙ্গভারতীয় প্রাচীনতম রোপ্যমুদ্রা ) সংগ্রহ করে । এ ছিল ওয়ারী – বটেশ্বরের প্রত্নতাত্বিক নিদর্শন সংগ্রহের প্রথম চেষ্টা ।