কবর’ নাটকির নাট্যকার-
- জসীমউদ্দীন
- নজরুল ইসলাম
- মুনীর চৌধুরী
- উৎপল দত্ত
Answer: মুনীর চৌধুরী
Explanation: কবর নাটকটির নাট্যকার – মুনীর চৌধুরী। ১৯৫৩ সালের জানুয়ারী মাসে ভাষা আন্দোলনে জড়িত থাকার কারণে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি হোন। ১৭ জানুয়ারি রণেশ দাশগুপ্তের চিঠি পেয়ে তিনি কারাগারে নাটক লেখা শুরু করেন। নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস উদযাপন উপলক্ষে।