”কলসটি কানায় কানায় পূর্ণ”- “কলসটি” কোন কারকে কোন বিভক্তি

”কলসটি কানায় কানায় পূর্ণ”- “কলসটি” কোন কারকে কোন বিভক্তি

  1. অপাদানে সপ্তমী
  2. স্থানাধিকরণে সপ্তমী
  3. ভাবাধিকরণে সপ্তমী
  4. কালাধিকরণে সপ্তমী

Answer: ভাবাধিকরণে সপ্তমী

Explanation: ”কলসটি কানায় কানায় পূর্ণ” – “কলসটি” ভাবাধিকরণে কারকে সপ্তমী বিভক্তি।ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ ‘এ’ ‘য়’ ‘তে’ ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন -আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই।কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।