কাজী নজরুল ইসলামের ‘আলেয়া’ কোন ধরনের রচনা?
কাজী নজরুল ইসলামের ‘আলেয়া’ কোন ধরনের রচনা?
- কবিতা
- উপন্যাস
- গল্প
- গীতিনাট্য
Answer: গীতিনাট্য
Explanation: কাজী নজরুল ইসলামের ‘আলেয়া’ গীতিনাট্য ধরনের রচনা।
আলেয়া কাজী নজরুল ইসলাম রচিত দ্বিতীয় নাটক। এটি ১৯৩১ সালে প্রকাশিত হয়। ত্রিভুজ প্রেম ও তার পরিণয় এই নাটকের প্রধান বিষয়বস্তু।
নাটকের কেন্দ্রীয় চরিত্র জয়ন্তীর প্রেমের ব্যাকুলতা, সিদ্ধান্তহীনতা এবং আবেগের তীব্রতা নাটকটিকে ট্র্যাজিক পরিণয়ের দিকে নিয়ে গেছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ার খেলা নাটকের সাথে এর বিষয়বস্তুর মিল থাকলেও নজরুল গল্পের জটিলতা ও নাট্যের তীব্র গতি দিয়ে একে স্বতন্ত্র করে তুলেছেন।
Leave a Reply