কাবাডি খেলায় দু অর্ধেক মধ্যে কয় মিনিট বিরতি দেয়া হয়?
কাবাডি খেলায় দু অর্ধেক মধ্যে কয় মিনিট বিরতি দেয়া হয়?
- ৫ মিনিট
- ১০ মিনিট
- ১৫ মিনিট
- ২০ মিনিট
Answer: ৫ মিনিট
Explanation: কাবাডি খেলার ৫ মিনিট বিরতি সহ দুই অর্ধে পুরুষদের ২৫ মিনিট করে এবং মেয়েদের ২০ মিনিট করে খেলা হবে। খেলা শেষে যেই দল বেশি পয়েন্ট পাবে সাই দলই জয়ী হবে। দুদলের পয়েন্ট সমান হলে দুঅর্ধে আরও ৫ মিনিট করে খেলা হবে। এরপরেও যদি পয়েন্ট সমান থাকে তবে যে দল প্রথম পয়েন্ট অর্জন করেছিল সে দলই জয়ী হবে।
Leave a Reply