কৃত্রিম শ্বসক্রিয়ার বিভিন্ন উপায় আছে। নিচের কোনটি কৃত্রিম শ্বাসক্রিয়ার উপায় নয়?

কৃত্রিম শ্বসক্রিয়ার বিভিন্ন উপায় আছে। নিচের কোনটি কৃত্রিম শ্বাসক্রিয়ার উপায় নয়?

  1. সেফার পদ্ধতি
  2. সিলভেস্টার পদ্ধতি
  3. স্ট্র পদ্ধতি
  4. ইভস রকিং পদ্ধতি

Answer: স্ট্র পদ্ধতি

Explanation: রোগীর শ্বাস ক্রিয়া বন্ধ গেছে বা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে তখন কৃত্রিম উপায়ে শ্বাসক্রিয়া চালু করতে হয় বলে তাকে কৃত্রিম শ্বাসক্রিয়া বলে । কৃত্রিম শ্বাসক্রিয়া হাত বা যন্ত্রের সাহায্যে দেওয়া হয়। কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়ার কতগুলো প্রচলিত পদ্ধতি আছে। বহুল প্রচলিত পদ্ধতিগুলা হলো – ১। সেফার পদ্ধতি ২। সিলভেস্টর পদ্বতি ৩। হোলজার নিলসন পদ্ধতি ৪। মুখে মুখ লাগানো পদ্ধতি।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।