কোনটির কারণে দিবারত্রি সংঘটিত হয়?
কোনটির কারণে দিবারত্রি সংঘটিত হয়?
- আহ্নিক গতি
- বার্ষিক গতি
- জোয়ার -ভাটা
- অমাবশ্যা
Answer: আহ্নিক গতি
Explanation: পৃথিবী নিজ অক্ষের চারদিকে দিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। পৃথিবীর এই আবর্তন গতিই দৈনিক গতি বা আহ্নিক গতি নামে পরিচিত। নিজ অক্ষের চারদিকে আবর্তন করতে পৃথিবীর সময় লাগে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড বা ২৪ ঘণ্টা অর্থাৎ এক দিন। এটিকে সৌর দিন বলে। পৃথিবীর আহ্নিক গতি একেক জায়গায় একেক রকম হয়।
Leave a Reply