কোনটি রাসায়নিক পরিবর্তন নয়?

কোনটি রাসায়নিক পরিবর্তন নয়?

  1. লোহাতে মরিচা পড়া
  2. হাইড্রোজেন ও অক্সিজেন পানি তৈরি করা
  3. বরফকে পানিতে পরিণত করা
  4. চাল সিদ্ধ করে ভাতে পরিণত করা

Answer: বরফকে পানিতে পরিণত করা

Explanation: এখানে, “বরফকে পানিতে পরিণত করা”, – রাসায়নিক পরিবর্তন নয়, এটি ভৌত পরিবর্তন ।
পদার্থের পরিবর্তন দুই ধরণের। যথা – (১) ভৌত বা অবস্থাগত পরিবর্তন (২) রাসায়নিক পরিবর্তন।
(১) ভৌত বা অবস্থাগত পরিবর্তন : যে পরিবর্তনের ফলে পদার্থের শুধু বাহ্যিক আকার বা অবস্থার পরিবর্তন হয় কিন্তু নতুন কোন পদার্থে পরিনত হয় না, তাকে ভৌত পরিবর্তন বলে। যেমন: পানিকে ঠান্ডা করে বরফে এবং তাপ দিয়ে জলীয় বাষ্পে পরিণত করা, একটি লোহার টুকরাকে ঘর্ষণ করে চুম্বকে পরিণত করা ও তাপ দিয়ে মোম গলানো।
(২) রাসায়নিক পরিবর্তন : যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু প্রত্যেকে তার নিজস্ব সত্তা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক নতুন বস্তুতে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন: লোহায় মরিচা ধরা, হাইড্রোজেন ও অক্সিজেন পানি তৈরি করা, চাল সিদ্ধ করে ভাতে পরিণত করা ও দিয়াশলাইয়ের কাঠি জ্বলানো।

Normal
0

false
false
false

EN – US
X – NONE
X – NONE

MicrosoftInternetExplorer4

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।