কোন দ্বীপের মালিকানা বাংলাদেশে ও ভারত উভয়ই দাবি করে?

কোন দ্বীপের মালিকানা বাংলাদেশে ও ভারত উভয়ই দাবি করে?

  1. উত্তর তালপট্টি
  2. দক্ষিণ তালপট্টি
  3. নিঝুম দ্বীপ
  4. মহেশখালী

Answer: দক্ষিণ তালপট্টি

Explanation: দক্ষিণ তালপট্টি দ্বীপ ১৯৭০ সালে ভোলা সাইক্লোনের পরবর্তীকালে বঙ্গোপসাগরে এর আবির্ভাব ঘটে।
এবং প্রাকৃতিক গ্যাসের অস্তিত্বের আশঙ্কা থাকায় ভারত এবং বাংলাদেশ সরকার যৌথভাবে এর সার্বভৌমত্ব দাবি করে।
এই এলাকার বাংলাদেশ – ভারতের সীমানা বিভাজক হাড়িয়াভাংগা নদীর মূলস্রোত যেহেতু দ্বীপের পশ্চিম ভাগ দিয়ে প্রবাহিত হচ্ছে,সেহেতু “নদীর মূল স্রোতধারার মধ্যরেখা নীতি” বা Thalweg doctrine অনুযায়ী বাংলাদেশ দ্বীপটিকে নিজ দেশের অন্তভুর্ক্ত মনে করছে।
অপরদিকে ভারতীয় দাবি হচ্ছে, নদীর মূলস্রোত পরিবর্তনশীল

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।