কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে ?
- ধন অপেক্ষা মান বাড়
- তোমাকে দিয়ে কিছু হবে না
- ঢং ঢং ঘন্টা বাজে
- লেখাপড়া কর, নতুবা ফেল করবে
Answer: লেখাপড়া কর, নতুবা ফেল করবে
Explanation: সমুচ্চয়ী অব্যয়ঃ যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বা সম্বন্ধসূচক অব্যয় বলে। যেমন : এবং, ও, কিংবা, নতুবা,তবু প্রভৃতি।