কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী?

কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী?

  1. আর্গন
  2. র‌্যাডন
  3. জেনন
  4. নিয়ন

Answer: র‌্যাডন

Explanation: র্যাডন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী।
মৌলিক গ্যাস নিয়ন(Ne), আর্গন (Ar), জেনন (Xe) ও রেডনের (Rn) ভর সংখ্যা হচ্ছে যথাক্রমে 20.179, 39.748, 131.3 ও 222 । যেহেতু মৌলক গ্যাস গুলোর মধ্যে রেডনের ভর সংখ্যা সবচেয়ে বেশি। সুতরাং রেডনই হচ্ছে সবচেয়ে ভারী মৌলিক গ্যাস।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।