কোন রোগের ক্ষেত্রে প্রথম কোয়ারইন্টাইন প্রাথা চালু হয়?
- Plague
- Spanish Flue
- Small Pox
- Cholera
Answer: Plague
Explanation: ১৩৪০ সালের দিকে ইউরোপে ছড়িয়ে পড়ে
মরণব্যাধি বিউবোনিক প্লেগ। এই দূরারোগ্য ব্যাধিকে অভিহিত করা হয় ব্ল্যাক ডেথ নামে। ইতালীয় ভাষায় চল্লিশকে বলা হয় কোয়ারান্তেনা। সংক্রামণ প্রতিরোধে ওই চল্লিশ দিনের দূরবর্তী অপেক্ষার সময়কে বলা হত *কোয়ারাস্তিনারো’। সেই থেকেই ইংরেজী শব্দ “কোয়ান্টোইন” এর উৎপত্তি হয়।