কৌমুদী’ শব্দের প্রতিশব্দ হলো

কৌমুদী’ শব্দের প্রতিশব্দ হলো

  1. চাঁদ
  2. জ্যোৎস্না
  3. পদ্মফুল
  4. মুকুল

Answer: জ্যোৎস্না

Explanation: যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না তাকে নিত্য সমাস বলে। যেমন অন্য দেশ- দেশান্তর, কেবল দর্শন = দর্শনমাত্র। অন্যগ্রাম = গ্রামান্তর। পঞ্চনদ এর ব্যাসবাক্য হলো পঞ্চ নদের সমাহার । সমাহার বা মিলন অর্থ সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। এ ক্ষেত্রে পঞ্চনদ দ্বিগু সমাসের উদাহরণ। ভালো ও মন্দ = ভালোমন্দ (দ্বন্দ্ব সমাস) [

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।