ক্রীতদাসের হাসি’ শওকত ওসমান রচিত একটি —-
- নাটক
- উপন্যাস
- প্রবন্ধ
- ছোটগল্প
Answer: উপন্যাস
Explanation: ‘ক্রীতদাসের হাসি’ শওকত ওসমান রচিত একটি – – – – উপন্যাস।
শেখ আজিজুর রহমান (২ জানুয়ারি ১৯১৭–মে ১৪, ১৯৯৮), যিনি শওকত ওসমান কলমি নামে অধিক পরিচিত, বাংলাদেশের একজন চিন্তক, লেখক ও কথাসাহিত্যিক। তিনি একাধারে নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা, রাজনৈতিক লেখা, শিশু – কিশোর সাহিত্য রচনা করেছেন।
তার কিছু উপন্যাস সম্পাদনা:
জননী (১৯৫৮) (১ম উপন্যাস), ক্রীতদাসের হাসি (১৯৬২), সমাগম (১৯৬৭), চৌরসন্ধি (১৯৬৮), রাজা উপাখ্যান (১৯৭১), জাহান্নম হইতে বিদায় (১৯৭১), দুই সৈনিক (১৯৭৩), নেকড়ে অরণ্য (১৯৭৩)।