ক্ষমার যোগ্য’ – এর বাক্য সংকোচন কোনটি?
- ক্ষমাপ্রার্থী
- ক্ষমার্হ
- ক্ষমাপ্রদ
- ক্ষমনীয়
Answer: ক্ষমার্হ
Explanation: একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলে ।
অর্থাৎ একটিমাত্র শব্দ দিয়ে যখন একাধিক পদ বা একটি বাক্যাংশের (উপবাক্য) অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে বাক্য সংকোচন বলে ।
যেমন – হীরক দেশের রাজা – হীরকরাজ
এখানে হীরকরাজ – শব্দের মাধ্যমে হীরক দেশের রাজা – এই তিনটি পদের অর্থই সার্থকভাবে প্রকাশ পেয়েছে । এই তিনটি পদ একত্রে একটি বাক্যাংশ বা উপবাক্যও বটে । অর্থাৎ, হীরক দেশের রাজা – তিনটি পদ বা বাক্যাংশটির বাক্য সংকোচন হল – হীরকরাজ ।