খায়ের তার আয়ের ৬০% খরচ করে। তার আয় ৩২ % বৃদ্ধি পাওয়াতে সে তার খরচ আরো ২০% বাড়িয়ে দিলো। এতে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে বা কমবে?
- ৩২% বৃদ্ধি পাবি
- ৫০% বৃদ্ধি পাবে
- ৩২ % কমবে
- ৫০% কমবে
Answer: ৫০% বৃদ্ধি পাবে
Explanation: সঠিক উত্তর হচ্ছে: ৫০% বৃৃদ্ধি পাবে
ব্যাখ্যা: ধরি, প্রথমে আয় = 100 টাকা এবং প্রথমে খরচ 60 টাকা।
nতাহলে প্রথমে সঞ্চয় = 100-60 = 40 টাকা।
n32% বৃদ্ধিতে নতুন আয় = 100 + 32 = 132 টাকা।
nআবার খরচ 20% বৃদ্ধিতে নতুন খরচ 60 + 60 এর 20% = 60 + 12 = 72
nসুতরাং নতুন সঞ্চয় = 132-72 = 60 টাকা।
nসঞ্চয় বৃদ্ধি পেল 60 – 40 = 20 টাকা।
n⁂ 40 টাকাতে 20 টাকা বৃদ্ধি পেলে,
n100 টাকাতে বৃদ্ধি পাবে = (20 × 100) /40 = 50%