গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পটি কোন ধরনের ?
- সেচ ও বন্যা নিয়ন্ত্রণ
- সেচ ও পানি নিষ্কাষন
- সেচ , বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাষন
- বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাষন
Answer: সেচ , বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাষন
Explanation: গঙ্গা – কপোতাক্ষ সেচ প্রকল্প (জি – কে প্রজেক্ট) গঙ্গা নদীর দক্ষিণ তীরের বিস্তৃত অঞ্চল জুড়ে (বাংলাদেশের ভূখন্ডে) সেচের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত একটি প্রকল্প। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরা জেলার ১,৯৭,৫০০ হেক্টর জমি এ সেচ কার্যক্রমের আওতাভুক্ত। এর মধ্যে ১,৪২,০০০ হেক্টর জমি সেচযোগ্য। উল্লিখিত চারটি জেলার সর্বমোট ১৩টি উপজেলায় এ কার্যক্রম বিস্তৃত।
উপজেলাগুলি হলো – কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, ভেড়ামারা, চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, ঝিনাইদহ সদর, হরিণাকুন্ড, শৈলকূপা, মাগুরা সদর, শ্রীপুর এবং দৌলতপুর।