গঠন অনুসারে বাক্য কত প্রকার?

গঠন অনুসারে বাক্য কত প্রকার?

  1. তিন প্রকার
  2. দুই প্রকার
  3. পাঁচ প্রকার
  4. ছয় প্রকার

Answer: তিন প্রকার

Explanation: গঠন অনুসারে বাক্যকে ৩ ভাগে ভাগ করা যায় । যথা: (ক) সরল বাক্য, (খ) জটিল বাক্য, (গ) যৌগিক বাক্য

(ক) সরল বাক্য: যে বাক্যে শুধু একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন: আমি নিয়মিত খেলা করি।

(খ) জটিল বাক্য: যে বাক্যের একাধিক খণ্ড বাক্য থাকে এবং একটি অপরটির ওপর নির্ভরশীল হয়, তাকে জটিল বাক্য বলে। যেমন: যারা ভাল ছেলে, তারা গুরুজনের কথা মেনে চলে।

(গ) যৌগিক বাক্য: একাধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন: তিনি বিদ্বান, কিন্তু তাঁর অহঙ্কার নেই।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।