চলচ্চিত্র’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

চলচ্চিত্র’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

  1. চলৎ + চিত্র
  2. চল + চিত্র
  3. চলচি + ত্র
  4. চলচ + চিত্র

Answer: চলৎ + চিত্র

Explanation: ‘চলচ্চিত্র’ শব্দের সন্ধি – বিচ্ছেদ চলৎ + চিত্র।
স্বরে আর ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে‬ ও ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও স্বরে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জনসন্ধি মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি মূলত সমীভবন এর নিয়মে হয়ে থাকে। ব্যঞ্জন সন্ধিকে তিন ভাগে ভাগ করা যায়।
যেমন, বিপজ্জনক = বিপদ + জনক, চলচ্চিত্র = চলৎ + চিত্র।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।