চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন?

চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন?

  1. চাঁদে কোনো জীব নেই তাই
  2. চাঁদে কোনো পানি নেই তাই
  3. চাঁদে বায়ুমন্ডল নেই তাই
  4. চাঁদের মধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মধ্যাকর্ষণজনিত ত্বরণ অপেক্ষা কম তাই

Answer: চাঁদে বায়ুমন্ডল নেই তাই

Explanation: পৃথিবীতে বায়ুমন্ডল এই মাধ্যমের কাজ করে, সহজ কথায় বাতাস হচ্ছে মাধ্যম। চাঁদের অভিকর্ষজ বল খুব দূর্বল, ফলে চাঁদের পরিপূর্ণ বায়ুমন্ডল নেই। সে জন্যে শব্দ পরিবহন সম্ভব নয় । চাঁদে বাতাস নেই, তাই শব্দ সঞ্চারের মাধ্যমও নেই ।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।