ছায়া হরিণ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
- আহসান হাবীব
- ফররুখ আহমদ
- শামসুর রাহমান
- সুকান্ত ভট্টাচার্য
Answer: আহসান হাবীব
Explanation: আহসান হাবীব একজন খ্যাতিমান বাংলাদেশি কবি ও সাহিত্যিক। তার রচিত কাব্যগ্রন্থ: রাত্রিশেষ (১৯৪৭), ছায়াহরিণ (১৯৬২), সারা দুপুর (১৯৬৪), আশায় বসতি (১৯৭৪), মেঘ বলে চৈত্রে যাবো (১৯৭৬), দু’হাতে দুই আদিম পাথর (১৯৮০), প্রেমের কবিতা (১৯৮১), বিদীর্ণ দর্পণে মুখ (১৯৮৫)।