ছায়া হরিণ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ছায়া হরিণ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

  1. আহসান হাবীব
  2. ফররুখ আহমদ
  3. শামসুর রাহমান
  4. সুকান্ত ভট্টাচার্য

Answer: আহসান হাবীব

Explanation: আহসান হাবীব একজন খ্যাতিমান বাংলাদেশি কবি ও সাহিত্যিক। তার রচিত কাব্যগ্রন্থ: রাত্রিশেষ (১৯৪৭), ছায়াহরিণ (১৯৬২), সারা দুপুর (১৯৬৪), আশায় বসতি (১৯৭৪), মেঘ বলে চৈত্রে যাবো (১৯৭৬), দু’হাতে দুই আদিম পাথর (১৯৮০), প্রেমের কবিতা (১৯৮১), বিদীর্ণ দর্পণে মুখ (১৯৮৫)।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।