জন্ডিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?
- লিভার
- মস্তিষ্ক
- চোখ
- কিডনি
Answer: লিভার
Explanation: জন্ডিস রোগে দেহের লিভার আক্রান্ত হয়।
শরীরের জলীয় অংশ এবং রক্তে বিলিরুবিন নামক পিত্ত উপাদানের আধিক্যের কারণে শরীরের ত্বক শ্লেষা বর্ণ ধারণ করার ফলে সৃষ্ট রোগের নাম জন্ডিস বা পান্ডু রোগ বা কমলা রোগ। এ রোগে যকৃত( লিভার) ছাড়াও প্লীহা, রক্ত ইত্যাদি আক্রান্ত হয়।