জাপানের পুরাতন নাম _
জাপানের পুরাতন নাম _
- কিয়োটো
- নাগোয়া
- নিপ্পন
- হোক্কাইডো
Answer: নিপ্পন
Explanation: ইংরেজি শব্দ জাপান শব্দটি সম্ভবত এসেছে জাপানি নাম নিহন – এর আদি মান্ডারিন চীনা বা উ চীনা উচ্চারণ থেকে। জাপানি ভাষায় এই শব্দটির উচ্চারণ নিপ্পন (এই শব্দ সম্পর্কেlisten (সাহায্য·তথ্য)) বা নিহন (এই শব্দ সম্পর্কেlisten (সাহায্য·তথ্য))। জাপানি জাতি নিজেদের বলে নিহনজিন এবং নিজেদের ভাষাকে বলে নিহঙ্গ ।
মেইজি পুনঃপ্রতিষ্ঠা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত জাপানের পোষাকি নাম ছিল দাই নিপ্পন তেইকোকু বা মহান জাপান সাম্রাজ্য। বর্তমানে নিপ্পন – কোকু বা নিহন – কোকু নামদুটি রাষ্ট্রের পোষাকি নাম হিসেবে ব্যবহৃত হয়। জাপানের মতো যেসব দেশগুলির পোষাকি নামে কোনো বর্ণনাত্মক অভিধা যুক্ত নেই, সেগুলিকেই কোকু (অর্থাৎ, দেশ, জাতি বা রাষ্ট্র) শব্দ দ্বারা অভিহিত করা হয়।
Leave a Reply