জুলিয়াস সীজার কেন বিখ্যাত?

জুলিয়াস সীজার কেন বিখ্যাত?

  1. ব্রিটেনের রাজা হিসেবে
  2. রোমান সম্রাট হিসেবে
  3. বর্ণবাদ বিরোধী হিসেবে
  4. আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে

Answer: রোমান সম্রাট হিসেবে

Explanation: জুলিয়াস সীজার রোমান সম্রাট হিসেবে বিখ্যাত ।
রোমান সম্রাট ও রোমান প্রজাতন্ত্রের একনায়ক হিসেবে খ্যাত জুলিয়াস সীজার খ্রিস্টপূর্ব ১০০ অব্দে রোমের Subura নামক স্থানে জন্মগ্রহণ করেন । এছাড়া তিনি ভিন্ন ধারার ল্যাটিন গদ্য রচনাতেও ছিলেন অগ্রগণ্য। তিনি খ্রিস্টপূর্ব ৪৪ অব্দে মারা যান ।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।