ঢাকা টেলিভিশনের প্রথম নাটক কোনটি?
- একতলা দোতলা
- জমিদার দর্পণ
- কবর
- অ্যান্থনি মারকাস
Answer: একতলা দোতলা
Explanation: ঢাকা টেলিভিশনে প্রথম নাটক – একতলা দোতলা।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বাংলাদেশের সরকারি টেলিভিশন সংস্থা।
এটি ২৫ ডিসেম্বর ১৯৬৪ হতে সাদা – কালো সম্প্রচার শুরু করে।
১৯৮০ থেকে এটি রঙিন সম্প্রচার শুরু করে। এর প্রধান সম্প্রচার কেন্দ্র ঢাকা শহরের রামপুরা এলাকায় অবস্থিত।
এছাড়া চট্টগ্রাম শহরের পাহাড়তলী এলাকায় এর একটি স্থানীয় সম্প্রচার কেন্দ্র রয়েছে। ২০০৪ সালে বিটিভি বিশ্বব্যাপী সম্প্রচারের জন্য বিটিভি ওয়ার্ল্ড নামে উপগ্রহভিত্তিক চ্যানেল স্থাপন করে।