তিমির হননের কবি’ উপাধিটি কার?
- জীবনানন্দ দাশ
- কাজী নজরুল ইসলাম
- শামসুর রাহমান
- আবদুল কাদির
Answer: জীবনানন্দ দাশ
Explanation: জীবনানন্দ দাশের উপাধি ‘তিমির হননের কবি’। তাকে রূপসী বাংলার ও নির্জনতার কবি বলা হয়। তাঁর রচিত কয়েকটি কাব্যগ্রন্থ ঝরা পালক, ধূসর পান্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলা। কাজী নজরুল ইসলাম শামসুর রহমান ও আবদুল কাদিরের উপাধি যথাক্রমে বিদ্রোহী কবি, নাগরিক কবি ও ছান্দসিক কবি।