তেভাগা আন্দোলনের নেত্রী-
- সুমিত্রা দেবী
- তারামন বিবি
- ইলা মিত্র
- মহাশ্বেতা দেবী
Answer: ইলা মিত্র
Explanation: তেভাগা আন্দোলনের নেত্রী – – ইলা মিত্র।
প্রখ্যাত রাজনীতিক ও কমিউনিস্ট নেতা মিত্র। জন্ম ১৯২৫ সালের ১৮ অক্টোবর কলকাতায়। ১৯৪৬ – ৪৭ সালে ফসলের দুই – তৃতীয়াংশের উপর কৃষকের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলার ১৯ টি জেলায় গড়ে ওঠে তেভাগা আন্দোলন, তা পরিব্যাপ্ত থাকে ১৯৪৯ – ৫৯ সাল পর্যন্ত। তেভাগার দাবিতে রাজশাহী জেলার, বিশেষভাবে নাচোলের, কৃষকদের সংগঠিত করার ক্ষেত্রে ইলা মিত্র অবিস্মরণীয় ভূমিকা পালন করেন।