দশে মিলে করি কাজ’ । ‘দশে’ কোন কারকে কোন বিভক্তি ?
- কর্তৃকারক দ্বিতীয়া
- সম্প্রদান কারকে ৭মী
- কর্তৃকারকে ৪র্থী
- কর্তৃকারকে ৭মী
Answer: কর্তৃকারকে ৭মী
Explanation: বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা, ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক।
কর্তৃকারকে সপ্তমী বা এ বিভক্তি: গাঁয়ে মানে না, আপনি মোড়ল।
দশে মিলে করি কাজ।
বাপে না জিজ্ঞাসে, মায়ে না সম্ভাষে।
পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়।
বাঘে – মহিষে খানা একঘাটে খাবে না।
দশে মিলে করি কাজ।