দশে মিলে করি কাজ’ বাক্যে ‘দশে’ কোন কারকে কোন বিভক্তি?
দশে মিলে করি কাজ’ বাক্যে ‘দশে’ কোন কারকে কোন বিভক্তি?
- কর্তৃকারকে ২য়া
- সম্প্রদান কারকে ৭মী
- কর্তৃকারকে ৭মী
- কর্তৃকারকে ৪র্থী
Answer: কর্তৃকারকে ৭মী
Explanation: দশে মিলে করি কাজ – বাক্যে দশে শব্দটি কর্তৃকারকে ৭মী। কারন,
বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে “কে” বা “কারা” যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা – ই। কর্তৃকারক। যেমন: প্রদত্ত বাক্যে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে “দশে ” উত্তর পাওয়া যায়। আর “এ” হচ্ছে সপ্তমী বিভক্তি।
তাই সঠিক উত্তর:কর্তৃকারকে ৭মী।
Leave a Reply