”দি লিবারেশন অব বাংলাদেশ” গ্রন্থের রচয়িতা

”দি লিবারেশন অব বাংলাদেশ” গ্রন্থের রচয়িতা

  1. মেজর রফিকুল ইসলাম
  2. মেজর জেনারেল সুখাওয়ান্ত সিং
  3. কর্নেল সিদ্দিক সালিক
  4. জেনারেল অরোরা

Answer: মেজর জেনারেল সুখাওয়ান্ত সিং

Explanation: ১৯৭৮ সালে প্রকাশিত ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল সুখওয়ান্ত সিং ইংরেজি ভাষায় “The Liberation of Bangladesh ” গ্রন্থটি রচনা করেন।
মুক্তিযুদ্ধে তিনি যেসব ঘটনা প্রত্যক্ষ করেন তার উপর ভিত্তি করে গ্রন্থটি রচিত হয়।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।