”দি লিবারেশন অব বাংলাদেশ” গ্রন্থের রচয়িতা
- মেজর রফিকুল ইসলাম
- মেজর জেনারেল সুখাওয়ান্ত সিং
- কর্নেল সিদ্দিক সালিক
- জেনারেল অরোরা
Answer: মেজর জেনারেল সুখাওয়ান্ত সিং
Explanation: ১৯৭৮ সালে প্রকাশিত ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল সুখওয়ান্ত সিং ইংরেজি ভাষায় “The Liberation of Bangladesh ” গ্রন্থটি রচনা করেন।
মুক্তিযুদ্ধে তিনি যেসব ঘটনা প্রত্যক্ষ করেন তার উপর ভিত্তি করে গ্রন্থটি রচিত হয়।