দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
- কার্বন-ডাই-অক্সাইড
- কার্বন মনোঅক্সাইড
- সালফার ডাই-অক্সাইড
- নাইট্রিক অক্সাইড
Answer: কার্বন মনোঅক্সাইড
Explanation: কার্বন বা কার্বন যৌগ বায়ুতে পোড়ালে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। এটি একটি বর্ণহীন, স্বাদহীন, অতি সামান্য গন্ধযুক্ত গ্যাস । এই গ্যাস বেশ বিষাক্ত । শ্বাসের সাথে এই গ্যাস শরীরে অধিক পরিমাণে প্রবেশ করলে যন্ত্রণাহীন মৃত্যু ঘটে থাকে। এজন্য কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতক বলা হয়।
Leave a Reply