নিচের কোনটির কারণে মরিচ ঝাল লাগে?

নিচের কোনটির কারণে মরিচ ঝাল লাগে?

  1. ভিটামিন কে
  2. ক্যাপসিসিন
  3. ভিটামিন এ
  4. ভিটামিন ই

Answer: ক্যাপসিসিন

Explanation: মরিচ হলো রান্নার কাজে ব্যবহৃত মসলার একটি উপাদান। মরিচে ক্যাপসিসিন নামক ফেনল জাতীয় পদার্থের দরুন মরিচ ঝাল লাগে। মিঠা মরিচে ক্যাপসিসিন কম থাকে বলে ঝাল কম। এছাড়া মিঠা ও ঝাল মরিচে প্রচুর পরিমাণ ভিটামিন ‘সি’ এবং অল্প পরিমাণে ভিটামিন ‘এ’ এবং ‘ই’ থাকে।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।