নিচের কোনটি মৌল নয়, আবার যৌগও নয়?

নিচের কোনটি মৌল নয়, আবার যৌগও নয়?

  1. গোল্ড
  2. নিকেল
  3. বায়ু
  4. শর্করা

Answer: বায়ু

Explanation: বায়ু মৌল নয়, আবার যৌগও নয়।
শর্করাতে র্কাবন, হাইড্রোজেন ও অক্রিজেন নামক তিনটি মৌলিক পদার্থ থাকার কারনে শর্করা একটি যৌগ পদার্থ। অপরদিকে গোল্ড ও নিকেল উভয়ই মৌলিক পদার্থ। আবার বায়ুর মধ্যে বিভিন্ন মৌলিক ও যৌগিক পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে। এজন্য বায়ুকে মিশ্র পদার্থ বলা হয় ।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।