নিচের কোনটি যোগরুঢ় শব্দের উদাহরণ ?
- পাঠক
- প্রবীণ
- সুহৃদ
- হস্তী
Answer: সুহৃদ
Explanation: যোগরুঢ় শব্দ: সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণ ভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে।
রাজপুত বলতে রাজার পুত্র না বুঝিয়ে ‘জাতি বিশেষ'(ভারতের সুশান্ত সি রাজপুত) বোঝায়।রাজপুত্র, পঙ্কজ, সরোজ, জলধি, মহাযাত্রা।মনে রাখার সহজ টেকনিক:
রাজপুত্র পঙ্কজ ও সরোজ তোলার উদ্দেশ্যে
জলধিতে যাবার জন্য মহাযাত্রার আয়োজন করল। তাই দেখে সুহৃদ মন্দিরের বলদের অন্ন দিল।