নিচের কোন দেশটির স্থায়ী সেনাবাহিনী নেই?

নিচের কোন দেশটির স্থায়ী সেনাবাহিনী নেই?

  1. নিকারাগুয়া
  2. কোস্টরিকা
  3. কলম্বিয়া
  4. এল সালভাদর

Answer: কোস্টরিকা

Explanation: দেশের প্রতিরক্ষার প্রয়ােজনেই সেনাবাহিনী গড়ে তােলা হয়। কিন্তু অবাক হলেও সত্য যে বিশ্বর ২২টি দেশের কোন অফিসিয়াল বা স্থায়ী সেনাবাহিনী নেই। এই দেশগুলাের মধ্যে কোস্টরিকা অন্যতম। মুলত পার্শ্ববর্তী দেশগুলাের সাথে দীর্ঘদীনের সুসম্পর্কের কারণেই এসব দেশে কোনাে স্থায়ী সেনাবাহিনী গড়ে উঠেনি। যেসব দেশে স্থায়ী সেনাবাহিনী নেই তার মধ্যে কোস্টারিকা ছাড়াও এনডােরা, ডােমিনিকা, গ্রানাডা, কিরিবাতি, নাউরু, পালাউ, সামােয়া, টুভ্যালু বিশেষভাবে উল্লেখযােগ্য।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।