নিচের কোন নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র ?

নিচের কোন নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র ?

  1. নবীন তপস্বিনী
  2. কমলে কামিনী
  3. বিয়ে পাগলা বুড়ো
  4. সবগুলো

Answer: সবগুলো

Explanation: দীনবন্ধু মিত্র ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার।
দীনবন্ধু মিত্রের প্রথম ও সর্বশ্রেষ্ঠ নাটক নীলদর্পণ বাংলা সাহিত্যের একটি বিশেষ পরিচিত নাটক।
দীনবন্ধু মিত্রের দ্বিতীয় নাটক নবীন তপস্বিনী। এই নাটকে তার সমসাময়িক মধুসূদনের প্রভাব বহুলাংশে চোখে পড়ে। যদিও এই নাটকের নাট্যবস্তু নেহাতই মামুলি – কতকটা রূপকথার তুল্য।
দীনবন্ধু মিত্রের দ্বিতীয় রোম্যান্টিক নাটক কমলে – কামিনী তার জীবনের শেষ নাট্যকীর্তিও বটে। এই নাটক রচনার অব্যবহিত পূর্বে কর্মসূত্রে দীনবন্ধু কাছাড় – মণিপুর অঞ্চলে কিছুদিন অতিবাহিত করেন। সেই অঞ্চলের পটভূমিকায় এক কাল্পনিক কাহিনির আধারে কমলে – কামিনী রচিত।
বিয়ে পাগলা বুড়ো ১৮৬৬ খ্রীস্টাব্দে প্রকাশিত একটি প্রহসন।

বিষয়ভিত্তিক ফ্রি লাইভ এক্সাম

Join Whatsapp Channel

চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন।