নিম্নের কার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- হাছন রাজা
- লালন ফকির
Answer: লালন ফকির
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাথমিক শিক্ষার হাতেখড়ি নিজ গৃহেই বিভিন্ন শিক্ষকের তত্ত্বাবধানে শুরু হয়। পরবর্তীতে তিনি ওরিয়েন্টাল সেমিনারি , নর্মাল স্কুল, সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশুনা করেন। ১৮৭৮ সালে তিনি ইংল্যান্ডে যান এবং সেখানে কিছুদিন ইংরেজি সাহিত্যে পড়াশুনা করেন। কাজী নজরুল ইসলামের শিক্ষা জীবন ছিল দশম শ্রেণি পর্যন্ত। বহু আধ্যাত্মিক গানের রচয়িতা হাসন রাজার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষালাভ হয়নি। বাউল সাধক ও বাউল সংগীতের রচয়িতা লালন শাহের কোনো প্রাতিষ্ঠানিক বিদ্যা লাভ নেই। তাই (গ) ও (ঘ) উভয়ই সঠিক উত্তর ।